Homeবিনোদোনপাথর ছুড়ে আক্রমণ; যা বললেন ইমরান হাশমি

পাথর ছুড়ে আক্রমণ; যা বললেন ইমরান হাশমি

ইমরান হাশমি।

জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। বলা হয়, কাশ্মীরে শুটিং করতে গিয়ে পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন ইমরান। এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইমরান নিজেই। জানিয়েছেন, যা বলা হচ্ছে তেমন কিছুই হয়নি তার সাথে।

জানা গেছে, রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ কাশ্মীরের পহলগাঁওয়ে  ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার শুটিং চলছিল। সেখানেই স্থানীয়রা অভিনেতার গায়ে পাথর ছোঁড়ে। সে নিয়ে মামলাও দায়ের হয়েছে ,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

আজ সকালে ইমরান হাশমির টুইট।

খবরটি সামনে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। তবে ইমরান হাশমি জানিয়েছেন- এসব কিছুই হয়নি তার সাথে।

আরো পড়ুনঃ   নিজের খোলসটা ভাংতে পারলে আপনাকে আটকাবে সে সাধ্য আর কার?

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ইমরান লেখেন, কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। শ্রীনগর এবং পেহেলগাঁওয়ে শ্যুটিং করতে পেরে তিনি অত্যন্ত খুশি। পাথরের আঘাতে আহত হওয়ার খবর সম্পূর্ণভাবে ভুল।

আরো পড়ুনঃ   সেপ্টেম্বরে নেটফ্লিক্সে আসছে ‘কোটা ফ্যাক্টরি সিজন ২’

/এসএইচ  

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ