Homeবিনোদোনমুক্তি পেলো আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ এর ট্রেলার

মুক্তি পেলো আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ এর ট্রেলার

কম বয়সেই অনেক বেশি সাফল্য অর্জন করেছেন আলিয়া ভাট। এখন বলিউডে প্রথম সারির নায়িকা তিনি। খুব শিগগিরই মা হচ্ছেন রণবীর কাপুর ঘরনি। তবে চলতি বছরে আলিয়ার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। হলিউডে অভিষেক হয়েছে তার। আলিয়ার অভিনীত প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এরই মধ্যে। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ছবির এক ঝলক মুক্তি পায় নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে। প্রকাশিত এই ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় আলিয়াকে। অ্যাকশন ঘরানার এই ছবিতে আরও অভিনয় করছেন অভিনেতা গেল গ্যাডট ও জেমি ডরনান।

আরো পড়ুনঃ   আতঙ্কে গ্রামবাসী, গাইবান্ধার সেই অচেনা প্রাণীটি চিহ্নিত!

এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, হলিউডে আমার প্রথম কাজ এটি। তার উপর আমি গর্ভবতী। চ্যালেঞ্জটা ছিল সেখানেই। কারণ, ‘হার্ট অব স্টোন’ হলো একটি অ্যাকশন ফিল্ম। তাই শারীরিকভাবে কসরত করতে হয়েছে অনেক। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা ও যত্ন পেয়েছি, আমি কখনও ভুলবো না।

আরো পড়ুনঃ   গভীর সমুদ্রে বাঙালির প্রিয় ইলিশ মাছ ধরার ভিডিওটি নেট দুনিয়ায়ব্যাপক সাড়া জাগিয়েছে তুমুল ভাইরাল ভিডিও

এসজেড/

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ