Homeঅর্থনীতিট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করতে এমসিসিআই’র আহ্বান

ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করতে এমসিসিআই’র আহ্বান

এমসিসিআই’র সভাপতি সাইফুল ইসলাম।

ব্যবসায়ীদের হয়রানি কমাতে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করার দাবি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই)। সংস্থাটি বলছে, ব্যবসার পরিবেশ সহজ করতে সব ধরনের লাইসেন্সের মেয়াদ ৩ থেকে ৫ বছর করা প্রয়োজন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, এমসিসিআই চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম জানান, এ সংক্রান্ত প্রস্তাবনা রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে। এমসিসিআই সভাপতি বলেন, বন্দরের সুবিধা বাড়িয়ে এবং ব্যবসার পরিবেশ সহজ করেই রফতানি ১৪ শতাংশ বাড়ানো সম্ভব। এ সময়, চীনা মুদ্রায় ব্যবসা করার সুযোগ সহজ করায় সরকারকে ধন্যবাদ দেন এমসিসিআই সভাপতি।

আরো পড়ুনঃ   রেকর্ড মূল্যবৃদ্ধি ডলারের, মূল্যস্ফীতির আশঙ্কা

দ্রুত ভারতীয় রুপির সঙ্গেও একইভাবে বাণিজ্যিক লেনদেন চালু করার দাবি জানান এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম। বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে পরিবেশ সনদসহ ব্রয়লার ও কলকারখানা সনদের ক্ষেত্রে ইন্সপেকশন আউট সোর্সের মাধ্যমে করার দাবি জানান তিনি। বিভিন্ন সংস্থার শিল্প কারখানা পরিদর্শন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা গেলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুনঃ   রাজবাড়িতে পেঁয়াজে কাঙ্ক্ষিত ফসল মেলেনি, আমদানি বন্ধের আহ্বান চাষিদের

/এম ই

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ