Homeআন্তর্জাতিকপাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ সেনা নিহত

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ সেনা নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও ইরানের সীমান্তের কাছে বেলুচিস্তান প্রদেশের ছোট্ট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতে প্রশিক্ষণে অংশ নেয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই মেজরও ছিলেন।

কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। যে এলাকায় ওই হেলিকপ্টারটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল সেটি বন্যাকবলিত ছিল না।

আরো পড়ুনঃ   ভুক্তভোগীর বয়ানে উঠে এলো উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের ভয়াবহতা

এর আগে গত ২ আগস্ট বেলুচিস্তানে নিখোঁজ হওয়া একটি সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সে সময় ওই হেলিকপ্টারে থাকা ছয় সেনা সদস্যই প্রাণ হারান।

আরো পড়ুনঃ   আবারও হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেহ গুহ

/এনএএস

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ