Homeঅর্থনীতিকাল থেকে ফের শুরু হচ্ছে পুঁঁজিবাজারের প্রি-ওপেনিং সেশন

কাল থেকে ফের শুরু হচ্ছে পুঁঁজিবাজারের প্রি-ওপেনিং সেশন

পুঁজিবাজারে ফের শুরু হচ্ছে প্রি-ওপেনিং সেশন। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর আগের ৫ মিনিট প্রি-ওপেনিং সেশন নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মে মাসে প্রি-ওপেনিং সেশন সাময়িকভাবে বাতিল করেছিল বিএসইসি। সে সময় সেশনের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত ছিল।

প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর বিষয়ে বিএসইসি বলছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। এতে ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের ওপর চাপ পড়ছে। এ কারণে প্রি-ওপেনিং সেশন আবারো চালুর জন্য বিএসইসির কাছে অনুরোধ করেছে ডিএসই। এর পরিপ্রেক্ষিতে চালুর অনুমোদন দেয়া হয়। এরই মধ্যে প্রি-ওপেনিং সেশন চালুর বিষয়টি দেশের দুই স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে।

আরো পড়ুনঃ   দেশে করোনা মোকাবেলায় কোকা-কোলার ৫ কোটি টাকার সহায়তা

গত মে মাসে, প্রি-ওপেনিং সেশন চলাকালে অনেক বেশি শেয়ার বিক্রির কার্যাদেশ আসতে থাকে। যদিও পরবর্তী সময়ে এসব কার্যাদেশ বাতিল কিংবা পরিবর্তিত হয়ে যায়। এসব বিবেচনায় নিয়ে মে মাসে প্রি-ওপেনিং সেশন বাতিল করা হয়।

আরো পড়ুনঃ   নতুন অর্থবছরেও বিনা প্রশ্নে সাদা করা যাবে কালো টাকা

এসজেড/

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ