Homeসারাদেশসাভারে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

সাভারে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় শাহাদাৎ হোসেন (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট মৃতদেহটি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার শাহরিয়ার পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন কুমিল্লার লাঙলকোট এলাকার শাহ-আলম হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, নিহত শাহরিয়ার পোশাক কারখানা থেকে কিছু তৈরি পোশাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কার্ভার ভ্যানটিকে পার্কিং করতে গিয়ে এর একটি চাকা সড়ক থেকে নিচে নেমে যায়। পরে চালক শাহরিয়ার গাড়ি থেকে নেমে তা দেখতে গেলে কার্ভাড ভ্যানটি উল্টে তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম।

আরো পড়ুনঃ   মাত্র ২ কিলোমিটার সড়কের জন্য কৃষকদের সীমাহীন দুর্ভোগ
আরো পড়ুনঃ   ছাড়তে পারেননি ‘বন্দুকযুদ্ধে’ নিহত স্বামীর ব্যবসা, ১ কেজি মেথ ও ইয়াবাসহ স্ত্রী আটক

এসজেড/

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ