Homeবিনোদোনশাকিব খান একটা ফুল প্যাকেজ: পূজা চেরি (ভিডিও)

শাকিব খান একটা ফুল প্যাকেজ: পূজা চেরি (ভিডিও)

নানা জল্পনা, গুঞ্জন ও গুজবের মধ্যে অবশেষে মুখ খুলেছেন পূজা চেরি। শাকিব খান ও বুবলির ইস্যুতে সম্প্রতি নাম জড়িয়েছিল তারও। তবে এ সম্পর্কে পূজার কোনো মন্তব্য না আসায় ভক্ত মহলে ছড়িয়ে পড়ে নানা কথা। অবশেষে শাকিব খান ইস্যুতে যমুনা টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী।

শাকিব খান ও বুবলির সন্তানের পরিচয় সামনে আসে কিছুদিন আগেই। এরপরই গোটা ইন্ডাস্ট্রিতেই রীতিমতো ঝড় ওঠে। এরই মধ্যে শাকিব খানের সাথে সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ের জন্য পূজার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা চলছে, এমন খবর ছড়িয়ে পড়তে অভিনেতার সাথে পূজার নাম জড়িয়ে বিভিন্ন তথ্য ভেসে আসতে থাকে। তবে এ নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন পূজা। তার মৌনতার সুযোগে আরও ডালপালা মেলে জল্পনা ও গুজব।

তবে মৌনতা ভেঙে অবশেষে এ বিষয়ে নিজের মন্তব্য যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পূজা চেরি। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করবো।

আরো পড়ুনঃ   মুম্বাইয়ের দামি হোটেলে বিয়ে হওয়ার কথা ছিল সিদ্ধার্থ এবং শেহনাজের
আরো পড়ুনঃ   হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

শোনা যাচ্ছিল, এই ইস্যু নিয়ে পূজা ও বুবলির মধ্যে তৈরি হয়েছে দা-কুমড়ো সম্পর্ক। তবে যমুনা টেলিভিশনের কাছে বুবলি সম্পর্কে পূজা বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলেন, বুবলি আপুর সাথে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজেটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সাথে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।

তবে এতোদিন কেনো চুপ ছিলেন এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে।

আরো পড়ুনঃ   মা-মেয়ে একসাথে জিম শুরু করি: মিম

পূজা আরও বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন সবাইকে বলতে চাই, সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।

আরো পড়ুনঃ   মুম্বাইয়ের দামি হোটেলে বিয়ে হওয়ার কথা ছিল সিদ্ধার্থ এবং শেহনাজের

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এসজেড/

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ