Homeবিনোদোনঅ্যাকশন সিনেমায় বলিউড অভিনেত্রীরা 

অ্যাকশন সিনেমায় বলিউড অভিনেত্রীরা 

থ্রিলার, অ্যাকশন বা গোয়েন্দা সিনেমাগুলোতে বরাবরই কেন্দ্রীয় চরিত্রে প্রাধান্য পেয়েছেন পুরুষ অভিনেতারা। বদলে যাওয়া সময়ে এমন গতানুগতিক চিন্তা ও কাজে পরিবর্তন দেখাচ্ছে সমসাময়িক কিছু চলচ্চিত্র। গ্যাল গ্যাদতের ওয়ান্ডার ওম্যান, উমা থারম্যানের কিল বিল বা জোসেফ ম্যাকজিন্টি পরিচালিত চার্লি’স অ্যাঞ্জেলস প্রমাণ করেছে নারীরাও পারেন কেন্দ্রীয় চরিত্রে অ্যাকশন সিকুয়েন্স এবং সিনেমা সফল করতে। হলিউডের পরিবর্তনের ছোঁয়া এসেছে বলিউডেও।

বলিউড অভিনেতাদের পাশাপাশি সিনেমার গল্পের প্রয়োজনে এখন অ্যাকশন অবতারে পর্দায় হাজির হচ্ছেন অনেক বলিউড অভিনেত্রী। যাদের মধ্যে অন্যতম দীপিকা পাডুকোন ১৫ বছরের ক্যারিয়ারে বহুমুখী চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরইমধ্যে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে তিনি। তবে অ্যাকশন নির্ভর গল্পের সিনেমায় খুব একটা দেখা যায়নি দীপিকাকে। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে এবার অ্যাকশন নির্ভর চরিত্রে হাজির হচ্ছেন দীপিকা। সিনেমাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন তিনি।

‘ইশাকজাদে’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন পরিণীতি চোপড়া। প্রথম চলচ্চিত্র হিসেবে প্রধান চরিত্রে তার পর্দা উজ্জ্বল ছিলো। ‘ইশাকজাদে’ একটি রোম্যান্টিক অ্যাকশন সিনেমা হলেও এখন পর্যন্ত তাকে অ্যাকশন অবতারে কখনও দেখা যায়নি। আগামী ১৪ অক্টোবর পরিণীতির অ্যাকশন সিনেমা ‘তিরাঙ্গা’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে তিনি একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন।   

আরো পড়ুনঃ   সিনেমায় ফিরছেন দেবশ্রী রায়

কৃতি শ্যানন ইতিমধ্যে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে ‘হিরোপান্তি’ অন্যতম। তবে কৃতিকে অ্যাকশন চরিত্রে কিন্তু দেখেনি দর্শক। তার আসন্ন সিনেমা ‘গণপথ’ এ এবার অ্যাকশন আবতারে হাজির হচ্ছেন অভিনেত্রী। সিনেমাটিতে তাকে দুর্দান্ত সব বাইক সিকোয়েন্স এবং স্টান্ট করতে দেখা যাবে কৃতিকে।

বলিউডের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সফল ফ্র্যাঞ্চাইজি হচ্ছে যশ রাজ ফিল্মসের ‘টাইগার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে সালমান খানের বিপরীতে অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এই ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর মতো আসন্ন পর্বেও অ্যাকশন দৃশ্যে হাজির হচ্ছেন ক্যাটরিনা। ‘টাইগার থ্রি’ তে পাকিস্থানি গোয়েন্দা সংস্থার সদস্য জয়া চরিত্রে হাজির হবেন ক্যাট।

আরো পড়ুনঃ   সিনেমায় ফিরছেন দেবশ্রী রায়

এদিকে, আসন্ন অ্যাকশন নির্ভর ‘যোধা’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা এবং রাশি খান্নার সাথে অভিনয় করেছেন দিশা পাটানি সিনেমাটিতে দিশাকে প্রথমবারের মতো অ্যাকশন অবতারে দেখা যাবে। চলতি বছরের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

আরো পড়ুনঃ   ঢাকার বাইরের গার্মেন্টকর্মী ও শ্রমিকদের উদ্দেশ্য যে নির্দেশ

এর আগে, এমন অ্যাকশন চরিত্রে ‘ধাকাড়’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে সিনেমাটি হয়েছিলো সুপার ডুপার ফ্লপ। অ্যাকশন অবতারে এবার দিপীকা ও কৃতি শ্যানন’র মতো অভিনেত্রীরা কতটা গ্রহণযোগ্যতা পাবে তাই এখন দেখার বিষয়।

/এসএইচ

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ