Homeআন্তর্জাতিকএকটি ভেড়ার দাম ২ কোটি টাকা!

একটি ভেড়ার দাম ২ কোটি টাকা!

ছবি: সংগৃহীত

মাত্র একটি ভেড়া বিক্রি হয়েছে ২ লাখ ৪০ হাজার ডলারে। বাংলাদেশি অর্থমূল্যে যা দুই কোটি টাকারও বেশি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ভেড়াটি কিনেছে ‘এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট’।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ভেড়াটি চলতি বছর বিশ্বের সবচেয়ে দামি ভেড়ার খেতাবও জিতে নিয়েছে। ঘটনাটি পুরো অস্ট্রেলিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে।

ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর জানিয়েছেন, তার ভেড়ার দাম কোটি টাকা ছাড়াবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তিনি যে ভেড়াটি বিক্রি করেছেন সেটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গা খুব বেশি লোমশ হয় না। শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া।

আরো পড়ুনঃ   কুয়েতে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ স্পেশাল টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত
আরো পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ২০২০ সালে শিশু জন্মহার ৪ শতাংশ পর্যন্ত কমেছে

/এনএএস

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ