কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-১৫। অভিযানে বিদেশী রাইফেল, দেশীয় অস্ত্র-গুলিসহ আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামালকে গ্রেফতার করতে সক্ষম হয় টিম।
একই অভিযানে হাফেজ কামালের দুই সহযোগীকে গ্রেফতার করে র্যাব। মঙ্গলবার বিকালে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার র্যাব ১৫-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিডিয়া মো. আবু সালাম চৌধুরী রাত সাড়ে ১১ টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকান্ডের মূলহোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগী বিদেশী রাইফেল ও দেশীয় অস্ত্র-গুলিসহ কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়।