Homeজাতীয়‘খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছে’

‘খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছে’

ফাইল ছবি।

খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয় পেয়ে পরিবহন বন্ধ করেছেন মালিক-শ্রমিকরা। এ ব্যাপারে সরকার কোনো নির্দেশ দেয়নি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ অক্টোবর) বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিএনপির ঢাকায় সমাবেশ। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ডিসেম্বর মাসে বিএনপির রাজপথ দখল করা এক রঙিন খোয়াব।

ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদের যন্ত্রণা শেখ হাসিনাই সবচেয়ে ভালো বোঝেন। কাজেই বাংলাদেশকে তিনি জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ হিসেবেই গড়ে তুলছেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এখন সারা বিশ্বের অনুপ্রেরণা। করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সাফল্য উদাহরণ হিসেবে তুলে ধরছে নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের গণমাধ্যমগুলো। বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে।

আরো পড়ুনঃ   করোনা: দেশে দেড় মাস পর শনাক্ত ছাড়ালো ৩ হাজার, মৃত্যু অর্ধশত
আরো পড়ুনঃ   দেশে সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের অনুমতি

বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার: ফখরুল

/এম ই

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ