সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ বাড়ছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে ১২৫ ধরনের সেবা পাচ্ছেন উদ্যোক্তারা। এর মধ্যে অনলাইনে মিলছে ৪৮ ধরনের সেবা।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। জানান, সম্ভাবনাময় পর্যটন শিল্পে অবদান রাখতে তিনটি ট্যুরিজম পার্ক স্থাপনের কাজ চলছে। সারবাং ট্যুরিজম পার্কে ১৭ জন বিনিয়োগকারীকে ৮৯ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, সরকারি ৫টি অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। কাজের সুযোগ তৈরি হবে আট লাখ মানুষের। সরকার ইতোমধ্যে ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৮টির উন্নয়ন কাজ চলছে।
তিনি আরও জানান, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে দুর্নীতিমুক্ত। চুক্তিতে এটা উল্লেখ করা হচ্ছে। তবে এটা শুধু বেজার পক্ষে করা সম্ভব নয়। অন্য সেবা প্রদানকারী সংস্থাকেও এগিয়ে আসতে হবে।
/এমএন