28.9 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলা৩০ যাত্রীর প্রাণ বাঁচালো রাস্তার পাশের গাছ

৩০ যাত্রীর প্রাণ বাঁচালো রাস্তার পাশের গাছ

দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে গুড়িয়ে দিলেও খালি পাড়া থেকে আটকে দে রাস্তার পাশের গাছ। এতে প্রাণ রক্ষা হয় ৩০জন বাসযাত্রীর। প্রাইভেটকারে থাকা চালকসহ ছয় জন গুরুতর আহত হয়।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে সীতাকুণ্ড  উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি এনা বাস দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

দূর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাসের যাত্রীরা বলেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। একটি গাছ আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার এটিএসআই (সহকারী সার্জেন্ট) শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।