27.5 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামপতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সৈকত এলাকার চরপাড়া ঘাটে মর্মান্তিক এক মোটর সাইকেল দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে ঘটনাটি ঘটে।

এতে মঞ্জুরুল আলম শিপন (২২) নামে এক যুবক নিহত ও মাইমুন আক্তার নামে ৫ বছর বয়সী শিশু আহত হয়েছেন।

নিহত মঞ্জুরুল আলম নগরীর ডবলমুরিং থানাধীন ২৩ নং ধনিয়ালাপাড়া আব্দুল মতিনের বাড়ির আব্দুল মতিনের ছেলে। আহত মাইমুন কোতোয়ালী থানাধীন চাকতাই চামড়া গুদাম এলাকার মামুনুর রশিদের সন্তান বলে জানা গেছে।

জোনায়েদ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানায়, মঞ্জুরুল আলম নামে এক যুবক পতেঙ্গা সৈকত জোনে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এসময় ৫ বছর বয়সী এক শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় সৈকতের ওয়াকওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

বাইক আরোহী যুবক ও শিশুটিকে গুরুতর আহাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল আলমকে মৃত ঘোষণা করেন।

তাছাড়া চিকিৎসকের পরামর্শে আহত শিশুটিকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।