23.2 C
Chittagong
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামজমিতে ঝুলে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জমিতে ঝুলে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ক্ষেতবুনিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৮ জুলাই) ওই এলাকায় কৃষি জমিতে ঝুলে পড়া একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত মোজাম্মেল ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহেদ আলী বাড়ির আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক মোজাম্মেলের কৃষি জমির ওপর দিয়ে বাঁশের খুঁটি স্থাপন করে হাই ভোল্ডেজের একটি বৈদ্যুতিক তার নেওয়া হয়।

ঝড়ো বাতাসে কোন এক সময় তারটি খুঁটি থেকে জমিতে ঝুলে পড়ে। আজ সকালে কৃষক মোজাম্মেল তারটি জমি থেকে সরাতে গেলেই সে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।