চট্টগ্রামের রাউজানে শয়ন কক্ষে বৈদ্যুতিক লাইনে সংযুক্ত একটি মাল্টিপ্লাগে স্পৃষ্ট হয়ে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌণে ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনাটি ঘটে।
মৃত ওই শিশুর নাম মারুফ হোসেন। সে ওই এলাকার আল আইন প্রবাসী মো. বাবরের ছেলে।
নিজ ঘরেই ছোট্ট শিশু সন্তানটির এমন মর্মান্তি মৃত্যু মেনে নিতে পারছেন না মা ইয়াছমিন আকতার। আদরের নাতিকে হারিয়ে বুক ফাঁটা আর্তনাদ করছেন দাদি লায়লা বেগম।
ঘটনার বিবরণে মারুফের মা ইয়াছমিন আকতার জানান, অন্যান্য দিনের মতোই খাওয়া-দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায়।
কিছুক্ষণ পর দেখি ছেলে বিছানায় নেই। খুঁজতে গিয়ে দেখি বৈদ্যুতিক সংযুক্ত একটি মাল্টিপ্লাগের ফুটোয় লোহার পাত দেওয়া অবস্থায় স্পৃষ্ট হয়ে পাশেই পড়ে আছে মারুফ।
মাল্টিপ্লাগের লাইন খুলে মারুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থ করা হয়।