Homeআন্তর্জাতিকদখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ফিলিস্তিন সংকটের সমাধান হবে না: মাহমুদ আব্বাস

দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ফিলিস্তিন সংকটের সমাধান হবে না: মাহমুদ আব্বাস

পবিত্র নগরী জেরুজালেমে দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ফিলিস্তিন সংকটের সমাধান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, যতোই হামলা-নিপীড়ন চলুক, ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ড ছেড়ে যাবে না।

মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেম হলো ফিলিস্তিনিদের হৃদপিণ্ড। এ শহরের মুক্তি ছাড়া কোনো শান্তি প্রক্রিয়াই কার্যকর হবে না। আমি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে বলবো, যথেষ্ট হয়েছে। এবার এখান থেকে বিদায় হন।

তিনি আরও বলেন, যতো কিছুই হোক, আমরা জন্মভূমি ছেড়ে কোথাও যাবো না। তাই অনতিবিলম্বে দখলদারিত্বের অবসান ঘটান।

আরো পড়ুনঃ   নারী অধিকারের কণ্ঠস্বর কমলা ভাসিন আর নেই

ইউএইচ/

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ