11.6 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ, বন্ধ যান চলাচল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ, বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ‍জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এরপর তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্ণফুলী ও আনোয়ারা পথে বহু গাড়ি আটকা পড়ে।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।