ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার ভোররাতে মহাসড়কের পাশে তালুগড়াই-মড়রাগামী রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে রনি মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা সুরাবই গ্রামের ওসমান আলীর ছেলে নাসিম মিয়া ও একই উপজেলার পুরাসন্দা গ্রামের আলমগীর মিয়ার ছেলে সুজন মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শনিবার ভোররাতে মহাসড়কের পাশে তালুগড়াই-মড়রাগামী রাস্তার ২নং কালভার্টের নিচে একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় তিন ডাকাতকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে ১টি স্টিলের তৈরী ধারালো টিপ ছুরি, ৩টি ধারালো রামদা, ১টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী চিমটি ও ৩ টি লোহার রড উদ্ধার করা হয়।