16.2 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজসচিবালয়ের কর্মস্থলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

সচিবালয়ের কর্মস্থলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

জাতীয় ডেস্ক :

সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শপথ নেওয়ার দুদিন পর আজ রোববার সচিবালয়ে আনুষ্ঠানিক অফিস শুরু করেছেন এই সরকারের উপদেষ্টারা।

সকাল ৯ টায় সচিবালয়ে আসেন সৈয়দা রিজওয়ানা হাসান। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করে তিনি বলেন, পরিবেশ নিয়ে কাজ করা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তা কাজে লাগাব আমি।

এটা পুরনো কাজের জায়গা, তাই এই কাজ আমার জন্য চ্যালেঞ্জ নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কীভাবে সরকারের সঙ্গে থেকে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। তবে তারা কাজ করবেন সেটা সিদ্ধান্ত হয়েছে।