27.1 C
Chittagong
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাপাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক :

বহু আলোচনার পর সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রোববার (১১ আগস্ট) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যর দল ঘোষণা করে বিসিবি।

এ সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে সাকিব থাকবেন কিনা, তা নিয়ে জেগেছিল শঙ্কা।

আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির এমপি সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে ওঠে প্রশ্ন। তবে তাকে রেখেই দল দিয়েছেন বিসিবির নির্বাচকরা। ছুটি কাটিয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।