যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে পাইপ বোমা হামলা চালানো এক বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেছে দেশটির আদালত। আকায়েদ উল্লাহ নামের ঐ ব্যক্তিকে যাবজ্জীবন সহ আরও ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
২০১৭ সালের ১১ ডিসেম্বর টাইমস স্কয়ার সাবওয়ে স্টেশনে নিজের তৈরী বোমার সাহায্যে হামলা চালান তিনি। ওই ঘটনায় কেউ নিহত না হলেও আহত হন ৪ জন। সেসময় ওই হামলার সঙ্গে কোন জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা নেই বলে দাবী করেন তিনি।
তবে প্রসিকিউটররা বলেন, তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সম্পর্কিত বৈদেশিক নীতির প্রতি বিদ্বেষের জেরেই ওই হামলা চালান তিনি। রায় ঘোষণার সময় বিচারকরা এই হামলাকে বর্বোরোচিত ও জঘন্য অপরাধ বলে উল্লেখ করেন।
গ্রিনকার্ডধারী আকায়েদ পরিবারের কয়েকজন সহ ব্রুকলিনে বাস করতেন। হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ধরণের ভিসা প্রোগ্রামকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তীব্র সমালোচনা করেন।