চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় নবাগত আলিম প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলীউর রহমান বলেন প্রতি ছাত্রের মধ্যে একটি সম্ভাবনা লুকায়িত আছে নিয়মিত অধ্যায়ন করে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছা সম্ভব।
তিনি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দৈনন্দিন নির্দিষ্ট সময় পড়ালেখা করার পাশাপাশি পারিবারিক কাজে পরিবারকে সহয়তার আহ্বান জানান।
সোমবার (১২ আগষ্ট) সকালে মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরীর সভাপতিত্বে সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার গর্ভনিং পরিষদের সভাপতি সাংবাদিক আলীউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন রেজভী, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর।
আরবি প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় এসময় মাদ্রাসার সহকারী অধ্যাপক, প্রভাষক,সহকারী মাওলানা, সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষকসহ অফিস সহকারী উপস্থিত ও বক্তব্য রাখেন।