27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাপদত্যাগ করবেন না সালাউদ্দিন, লড়বেন নির্বাচনে

পদত্যাগ করবেন না সালাউদ্দিন, লড়বেন নির্বাচনে

খেলাধুলা ডেস্ক :

বাংলাদশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদ থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

গত রবিবার তো সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটামও দিয়েছে ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ ।

এসব নিয়ে এত দিন মুখ না খুললেও এবার নীরবতা ভেঙেছেন সালাউদ্দিন। দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানিয়েছেন পদত্যাগ করবেন না তিনি।

১৬ বছর ধরে বাফুফের সভাপতির পদে থাকা সালাউদ্দিন বলেছেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে?’

পদত্যাগের আলটিমেটাম দেওয়া বাংলাদেশ ফুটবল আলট্রাসের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন।

তিনি বলেছেন, ‘ওরা কারা? ফুটবলে ওদের কী অবদান আছে? ফুটবলের জন্য ওরা কী করেছে। ওরা বলতে পারে নির্বাচন দেন। আমি তো নির্বাচন দিয়ে দিয়েছি। ৩ অক্টোবর আমার কমিটির মেয়াদ শেষ।

আমি ১৫ সেপ্টেম্বর নির্বাচন দিতে চেয়েছিলাম। কিন্তু আমার বোর্ড সেটি নিয়ে গেছে ২৬ অক্টাবর। সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে তারা আমাকে হুমকি দিচ্ছে। এটা কী ধরনের কথা! কোন দেশে এসে পড়লাম আমরা!’

নিয়মবহির্ভূত কিছু করলে ফিফা বাংলাদেশ ফুটবলকে নিষিদ্ধ করতে পারে বলে সেটাও মনে করে দিয়েছেন সালাউদ্দিন।

৭০ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘এএফসি থেকে আমাকে বলেছে, আমার কোনো সহায়তা লাগবে কি না।

আমি বলেছি, কোনো কিছু দরকার নেই। সব ঠিক আছে। আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না।’

সালাউদ্দিন পদত্যাগ করতে না চাইলেও গত ৮ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী।