চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে রুহী (৫) ও তানিসা (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুইজন চাচাতো বোন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৫নং হেটিখাইন ওয়ার্ডের পশ্চিম হেটিখাইন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রুহী স্থানীয় আহছান আলমের মেয়ে এবং তানিসা মোরশেদ আলমের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন জানান, মোরশেদ এবং তার ভাই আহছান দু’জনেই প্রবাসী। মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে তাদের দুই জনের দুই মেয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরবর্তীতে পুকুর থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশাওয়ারা আতিকা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। আমরা শিশু দু’টির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।