11.6 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতচট্টগ্রাম প্রেস ক্লাবে চর দখলের মতো কিছু ঘটতে দেয়া হবে না

চট্টগ্রাম প্রেস ক্লাবে চর দখলের মতো কিছু ঘটতে দেয়া হবে না

পূর্ববার্তা ডেস্ক

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা চালিয়েছে। তারা অবৈধভাবে ক্লাব অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, লুটপাট করেছে।

হিসাবরক্ষকের ড্রয়ার ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন দলিল—দস্তাবেজ লুট করেছে। এসব ঘটনা চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করেছে।

জেলা প্রশাসনের পর বুধবার সিএমপি কমিশনারকে পরিস্থিতি ব্যাখ্যা করে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের নেতৃত্বে ক্লাব নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, চর দখলের মতো কাউকে অপকর্ম করতে দেয়া হবে না।

তিনি বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমানের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি সেনা প্রশাসনের সঙ্গে আলাপ করে জানান যে, ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট সম্পূর্ণ বেআইনী।

তিনি ক্লাব নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন যে, এ ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে চর দখলের মতো কিছু ঘটতে দেওয়া হবে না।

দুর্বৃত্তদের হামলার ঘটনার সঙ্গে বিএনপি’র কোনো সম্পর্ক নেই :
চট্টগ্রাম নগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান চট্টগ্রাম প্রেস ক্লাবে বহিরাগতদের হামলাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

বুধবার দুপুরে সিএমপি কমিশনারের কক্ষে প্রেস ক্লাব নেতৃবৃন্দকে তারা বলেন, এসব অপকর্মের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এ দুর্বৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

তবে বিএনপি নেতাদের এই ঘোষণার পরও বুধবার সন্ধ্যায় বিএনপি—জামায়াতের সাইনবোর্ডধারী কথিত সাংবাদিক নামের দুর্বৃত্তরা চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।