27.1 C
Chittagong
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতথানায় ফিরলেও মাঠে নেই পুলিশ

থানায় ফিরলেও মাঠে নেই পুলিশ

পূর্ববার্তা ডেস্ক

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ওইদিনই সারাদেশের অধিকাংশ থানায় হামলার অভিযোগ পাওয়া যায়। বিক্ষোভকারীদের দেয়া আগুন ও ভাংচুরের পর দেশের পুলিশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ চলার সময় ও থানায় হামলায় রাজধানীসহ সারাদেশে বেশ কয়েকজন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কয়েক দফা দাবিতে কর্মবিরতি শুরু করে সারাদেশের পুলিশ সদস্যরা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ৪৩ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সারাদেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

এরই মধ্যে সরকারের নির্দেশে ও আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করে পুলিশ কাজে ফিরেছে, সব থানার কার্যক্রমও শুরু হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পুলিশের খুব একটা তৎপরতা চোখে পড়ছে না।

রাজধানীর বেশ কয়েকটি থানা ও পুলিশ কর্মকর্তাদের সাথে এ নিয়ে কথা বলেছে বিবিসি বাংলা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, “সাধারণ মানুষ এখন পুলিশকে আর মানছে না। কোন ধরনের অপরাধের তথ্য পেলেও নিজ উদ্যোগে আমরা অভিযানে যেতে পারছি না আতঙ্কে। সেনাবাহিনীর টিম সাথে নিয়ে আমাদের অভিযানে যেতে হচ্ছে।

হামলা ও আগুনের ঘটনায় পুলিশের অসংখ্য গাড়ি ও ভবনআগুনে পুড়ে গেছে। অবকাঠামোগত ক্ষতির কারণে অনেক থানায় কোন আসামী এনেও রাখার সুযোগ নেই বলেও জানিয়েছে কয়েকজন পুলিশ কর্মকর্তা।

পুলিশ হেডকোয়ার্টারের সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর বিবিসি বাংলাকে বলেন, “যে থানাগুলোতে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছি আমরা। আমরা চেষ্টা করছি পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতেচ্।

বিবিসি বাংলার পক্ষ থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় কথা বলে যতটুকু জানা গেছে সাধারণ ডায়েরি, মামলা ও ঢাকার বাইরের থানাগুলোতে টহল দেয়া ছাড়া খুব বেশি কাজ করছে না পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

ভেঙে পড়া পুলিশি ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে সেই প্রশ্নই উঠছে। বিবিসি