29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যবাজারের স্থিতিশীলতা আনাই এখন অন্যতম লক্ষ্য: বাণিজ্য উপদেষ্টা

বাজারের স্থিতিশীলতা আনাই এখন অন্যতম লক্ষ্য: বাণিজ্য উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক :

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুদ, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, চাঁদাবাজি আগে যারা করতো তারা পালিয়েছে, নতুন অনেকে এসেছে। তাদের বিষয়টা জানা আছে।

তিনি আরও বলেন, ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেয়ার কার্যক্রম এখন স্থগিত আছে। দ্রুত কার্যক্রম শুরু হবে।

ডিলার হিসেবে দলীয় কেউ যদি থাকে পরে তাদের বিষয়টা দেখা হবে। বাজারের স্থিতিশীলতা আনাই এখন অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন বলেন বাণিজ্য উপদেষ্টা।