বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে কেউ কেউ বিভিন্ন ‘অনাকাঙ্খিত’ কাজ করার চেষ্টা করছে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার বাহিনীটির পক্ষ থেকে এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তাতে বলা হয়েছে, “ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।”
“বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোন অভিযান পরিচালনা করে না,” বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এই প্রেক্ষাপটে, “জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ” করা হয়েছে।