19.5 C
Chittagong
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাভেঙে দেওয়া হলো দেশের সব ক্রীড়া সংস্থা

ভেঙে দেওয়া হলো দেশের সব ক্রীড়া সংস্থা

খেলাধুলা ডেস্ক :

ভেঙে দেওয়া হয়েছে দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা।

বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিভিতে এ নির্দেশনা আসে।

চিঠিতে বলা হয়, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামি ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। এবং তা ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।