চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া সন্তানকে কৌশলে বাঁচিয়ে পরে ওই পানিতেই তলিয়ে যায় পিতা।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্যার পানিতে তিনি ভেসে যান। পরে অনেক খোঁজাখুজির পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত পিতার নাম মো. রজি আহমেদ (৫৫)। সে কবির পাড়ার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।
স্থানীয় মাওলানা নেজাম উদ্দিন বলেন, রজি আহমেদ এর ৪ ছেলে এবং ২ মেয়ের মধ্যে বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়ালেখা করে।
এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ছেলে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে পারলেও তার বাবা পানিতে ভেসে যান। লোকজন এসময় নাঈমকে উদ্ধার করে। পরদিন রজি আহমেদ এর মরদেহ পাওয়া যায়।