ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত চারজন আহত হয়েছেন।
এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর হিন্দুস্থান টাইমসের। পিটিআই জানায়, আজ শনিবার মুম্বাই থেকে হায়দ্রাবাদগামী একটি ব্যক্তিগত হেলিকপ্টার পুনের পাউড গ্রামে
দুর্ঘটনার ব্যাপারে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুনের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় চারজন যাত্রীই বেঁচে আছেন।
পুনে পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ এএনআইকে জানিয়েছেন। বলেন, পুনে জেলার পাউড গ্রামের কাছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
হেলিকপ্টারটি একটি বেসরকারি বিমান সংস্থার। এটি মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল, হেলিকপ্টারে চারজন লোক ভ্রমণ করছিরেন।