চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে।
এতে বাইক চালক মো. জিহান (২০)র মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর আরোহী মো. রাজিম (১৮)।
সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া সিকদার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান লোহাগাড়ার দরবেশহাট সওদাগর পাড়ার অনু সওদাগরের ছেলে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জামশেদ গিয়াস উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরজনকে প্রাথমিক চিকৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। জিহান নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’