Homeবিনোদোনআমেরিকায় দেহ দান করেছেন এস আই টুটুল

আমেরিকায় দেহ দান করেছেন এস আই টুটুল

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। গানের পাশাপাশি মানবিক কাজের সঙ্গেও নিজেকে যু’ক্ত রেখেছেন তিনি। আর তাই মৃ’ত্যুর পর নিজের দেহ দান করে দিয়েছেন এই তারকা গায়ক।

জানা যায়, আ’মেরিকায় ম’রণোত্তর দেহ দান করেছেন এস আই টুটুল। তিনি বলেন, ‘আমি আমা’র দেহটা দান করে দিয়েছি। যদি আ’মেরিকায় আমা’র মৃ’ত্যু হয় তবে আমা’র চোখ থেকে শুরু করে শরীরের সব প্রয়োজনীয় অংশ তারা নিয়ে যাবে। আর যদি বাংলাদেশে মা’রা যাই তাহলেও যাতে একই কাজ করা হয় সেটার জন্য উপায় খুঁজছি।‘

তিনি আরও বলেন, ‘আমি চাই জীবনটাকে মানবকল্যাণে উৎসর্গ করতে। ম’রার পর দেহের অ’প্রয়োজনীয় অংশটুকু দিয়ে একটা সমাধি হলেই চলবে। সেটা আমা’র পরিবার, ছে’লেমে’য়েরা দেখবে।‘

আরো পড়ুনঃ   কিডনির ময়লা পরিস্কার করতে পারবেন আপনি নিজেই! খরচ হবে মাত্র ১০ টাকা।
আরো পড়ুনঃ   কেন ফ্লপ হচ্ছে বলিউড সিনেমা?

টুটুল জানান, ‘মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে। অনেক পাওয়াও থাকে। ম’রে যাওয়ার যে তৃপ্তিটা লাগে সেটা আমা’র হয়েছে। নিজের অ’তীত জীবনের গুনাহগুলো যেন মাফ নিয়ে ম’রতে পারি। আমা’র আল্লাহ এবং মানুষ যেন আমাকে মাফ করে দেন।‘

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ