ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের হিসাবে, সারাদেশে এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতা-কর্মী।
গত জুলাই-আগস্ট সহিংসতা, সরকারি স্থাপনা ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ই-মেইলে সংগ্রহ করছে দলটি।
শুক্রবার (৩০ আগস্ট) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এসব তথ্য ই-মেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাংচুর-অগ্নিসংযোগ, লুটপাট, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগএর ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক-ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: info@albd.org এবং webteam@albd.org।
তাদের ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান এই অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।