27.1 C
Chittagong
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষাএনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

শিক্ষা ডেস্ক :

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম রিয়াজুল হাসান।

শনিবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রিয়াজুল হাসান নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এ ছাড়া বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া নিতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।