22.2 C
Chittagong
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় শিশুসহ ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় শিশুসহ ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে বাস দুর্ঘটনায় শিশুসহ আটজনের মৃত্যু ও একই ঘটনায় আরও ৩০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) ভোরে দেশটির স্থানীয় গণমাধ্যম এ বিষয়ে জানিয়েছে।

ভিকসবার্গ ডেইলি নিউজ জানিয়েছে, ৪৭ জন যাত্রী বহনকারী এক বাণিজ্যিক বাস ওয়ারেন কাউন্টিতে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও এক যাত্রীর মৃত্যু হয়।

ওয়ারেন কাউন্টির করোনার ডগ হাস্কি জানিয়েছেন, ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় একটি ছয় বছর বয়সি ছেলে ও তার ১৬ বছর বয়সি বোন নিহত হয়েছে। তারা গুয়েতামালার বাসিন্দা। তাদের মা তাদেরকে শনাক্ত করেছেন।

হাস্কি আরও জানিয়েছেন,বাসের বেশিরভাগ যাত্রীই ল্যাটিন আমেরিকান নাগরিক ছিলেন। কর্তৃপক্ষ অন্য নিহতদের শনাক্তে কাজ করছে।

মিসিসিপি হাইওয়ে প্যাট্রোল এই দুর্ঘটনার তদন্ত করছে। তবে নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সূত্র : আলজাজিরা, এনডিটিভি