ইন্টার মায়ামি মেসিকে ছাড়াই মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে। ইনজুরির কারণে খেলতে না পারা মেসিবিহীন মায়ামি সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট।
এক গোলে এগিয়ে যাওয়ার পর আরও গোল করতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। যদিও প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরুতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। ম্যাচের ৬৫ মিনিটে সুয়ারেজ দ্বিতীয় গোল করেন।
উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তার সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। ৯৩ মিনিটে শিকাগোর কফিনে শেষে পেরেক ঠুকে দেন রবার্ট টেলর। ৮২ মিনিটে শিকাগোর হয়ে ব্যবধান কমানো গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস।
এই ম্যাচে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না উঠতে পারা মেসি না থাকার পরও এমএলএসের প্লে অফ নিশ্চিত করে ফেলেছেন মায়ামি।