Homeসারাদেশলালমনিরহাটে হাতকড়াসহ আসামী ছিনতাই

লালমনিরহাটে হাতকড়াসহ আসামী ছিনতাই

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আশরাফুল ইসলাম (২৭) নামে এক আসামীকে ছিনতাই করেছে তার স্বজনরা। শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকৃত আসামী আশরাফুল ওই গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে লালমনিরহাট ও নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে কালীগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী শনিবার বিকালে লতাবর (বটতলা) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে অটোরিক্সা যোগে থানায় নিয়ে আসার সময় আসামীর স্বজনরা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ আশরাফুল ইসলামকে আটক করতে পারেনি।

আরো পড়ুনঃ   মাদক নিয়ে বয়ানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ
আরো পড়ুনঃ   সাবেক এসপি বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ জানান, ছিনতাইকৃত আসামীকে ধরতে পুলিশ জোড় তৎপরতা চালাচ্ছে।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ