চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৪ আগষ্ট) সকালে উপজেলার সরল ইউনিয়নের পূর্ব পাইরাং পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
মৃত সিরাজ মিয়া একই ইউনিয়নের জালিয়াঘাটা ৭ নং ওয়ার্ড এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
জানা গেছে, সকালে পূর্ব পাহাড়ি এলাকায় বয়োবৃদ্ধ লোকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তথ্যটি নিশ্চিত করেছেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদার। তিনি স্থানীয়দের বরাতে বলেন, বৃদ্ধ লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
তবে মৃতদেহের পাশে একটি বিষের বোতল যাওয়ায় ঘটনার প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।