চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালীয়াকুল এলাকায় সমুদ্র উপকূল থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে জোয়ারের পানিতে ভেসে আসা একটি লাশ দেখতে পেয়ে কুমিরা নৌ পুলিশকে খবর দেওয়া হয়।
পরে তাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া যায়নি।
ধারণা করছি ১৫ থেকে ২০ দিন আগে লোকটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে লাশটি আজ ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্যে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।