আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং একসময়ের প্রভাবশালী মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাজাহান খানকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
এদিকে, গ্রেপ্তার পর আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালেই আদালতে তোলার কথা রয়েছে সাবেক এই মন্ত্রীকে।
শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর থেকে আওয়ামী লীগের টিকিটে বারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।