15.6 C
Chittagong
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসিএমপির ৩৩তম কমিশনার হিসেবে হাসিব আজিজের

সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে হাসিব আজিজের

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩ তম কমিশনার হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন উপ–পুলিশ মহাপরিদর্শক হাসিব আজিজ।

গতকাল বৃহস্পতিবার তিনি দায়িত্বগ্রহণ করেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় তিনি কর্মকর্তাগণকে ন্যায়–নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধন পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ–পুলিশ কমিশনার (সদর) এসএম মোস্তাইন হোসেনসহ (অতিরিক্ত ডিআইজি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।