কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকাস্থ নাফনদীতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের ওয়াব্রাং স্লুইচ পাড়া এলাকায় নদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশ থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত দুই শিশু হলেন-মৌলভীবাজার এলাকার আবুল হোসেনের ছেলে ওসমান (৮) ও জিহাদ (৬)।
স্থানীয়রা জানান, আজ সকালে কেওড়া ফল নিতে নদীতে যাওয়ার সময় শিশু দুটি নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা তাদের খোঁজ করেন।
দুপুরে নদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশে দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে দুটি শিশুর মৃতদেহের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা দেখে পরিচয় শনাক্ত করে স্বজনরা।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী দুই নাবালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।