সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এখন থেকে আর গান-বাজনা হবে না বলে জানিয়েছেন মাজারের খাদিম কাবুল আহমদ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় তিনি বলেন, খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি- মাজারে উরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হলো।
কেউ ঢোল তবলা নিয়ে আসবেন না। এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।
এর আগে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-জনতার মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান।
শুক্রবার বাদ জুম্মাও মুসল্লি, ছাত্র-জনতা ও স্থানীয় উলামায়ে কেরাম সকল অশ্লীল কাজ বন্ধের দাবি নিয়ে শাহপরাণ (রহ.) মাজার গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।