মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত, উৎপাদনের তারিখ নিয়ে জটিলতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে রেবের ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে শাওন কনজিউমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং রেবের যৌথ পরিচালনায় অভিযানটি চালানো হয়। প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, মিডফোর্ড এলাকা থেকে কাঁচামাল এনে তা মোড়কজাত করে বাজারে বিক্রি করতো।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জানান, প্রতিষ্ঠানটির বিক্রয়যোগ্য একশ দুইটি পণ্যের মধ্যে চার-পাঁচটি পণ্য ছাড়া বেশিরভাগেরই অনুমোদন নেই। এর আগেও এই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।
খাবারের মান নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির মালিককে একমাসের সময় দিয়েছে আদালত। অন্যথায় লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।