25.9 C
Chittagong
বুধবার, ৯ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকহাইতিতে জ্বালানি ট্রাকে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

হাইতিতে জ্বালানি ট্রাকে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক :

হাইতিতে জ্বালানি পেট্রোলবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন। খবর রয়টার্স ও আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির দক্ষিণ উপদ্বীপে নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে একটি রাস্তায় জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরিত হয়।

এতে অন্তত ২৫ জন নিহত হন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও অনেকে।

রেডিও আরএফএম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এটি ভয়ঙ্কর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি।”

এর আগে কর্তৃপক্ষ দুর্ঘটনায় ১৬টি মৃতদেহ পুরোপুরি পুড়ে গেছে এবং আরও ৪০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছিল।

সিভিল প্রোটেকশনের জাতীয় প্রধান ইমানুয়েল পিয়েরে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, গুরুতর অবস্থায় থাকা আহতদের অন্যান্য আঞ্চলিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।