গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আরও হয়েছে আরও বহু ফিলিস্তিনি।
গত কয়েকদিন ধরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েল। খবর আল জাজিরার।
সোমবার মধ্য গাজা উপত্যকার আল-বারাকাতে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
বর্বরোচিত এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরাইল।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে পালিয়েছে।