বিশিষ্ট সাংবাদিক ও রেডিও বাংলাদেশের সংবাদপ্রবাহ গ্রন্থণাকার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম আর নেই।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে তিন কন্যা, জামাতা, ও নাতি নাতনী রেখে গেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী মসজিদে নামাজে জানাজাশেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আজমল হোসেন খাদেম দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকার সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি রেডিও বাংলাদেশ এর সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থণা করে খ্যাতি অর্জন করেন।
রাত নয়টায় প্রচারিত সংবাদ প্রবাহ অনুষ্ঠানটি ছিল আশিরদশকের জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান।
আজমল হোসেন খাদেম ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য।
মরহুমের বড় কন্যা ও জামাতা ঢাকায় আছেন। দুই কন্যা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে।