28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামপাহাড় কেটে দেয়াল নির্মাণ, অর্থদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট

পাহাড় কেটে দেয়াল নির্মাণ, অর্থদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রুপনগর আবাসিকের কালীর ছড়া এলাকা সংলগ্ন পাহাড় কেটে দেয়াল নির্মাণের দায়ে মো. ইয়াছিন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাহাড় কাটার গোপন তথ্য পেয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নের্তৃত্বে পরিচালিত এ অভিযানে পাহাড় কাটার প্রমান পাওয়ায় মো. ইয়াছিন নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নির্মাণাধীন ইটের দেয়ালটি ভেঙ্গে গুঁড়িয়ে দেন পরিবেশ অধিদপ্তরের টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পাহাড় কেটে ইটের সীমানা প্রাচীর নির্মাণের কথা স্বীকার করায় ইয়াছিনকে ১০ হাজার টাকা জরিমা করা হয়।

তাছাড়া দেয়াল নির্মাণের নির্দেশদাতা মঈন প্রকাশ লাল মহিউদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।